ঢাকা, ২৬ সেপ্টেম্বর- আফরান নিশো এবং প্রিয়া আমান দুজনই টিভিপর্দার পরিচিত মুখ। একসঙ্গে দেখা না গেলেও আলাদাভাবে তারা নিজ পরিচয়ে পরিচিত। নতুন খবর হচ্ছে, প্রথমবার একসঙ্গে একটি নাটকে জুটি বাঁধলেন এই দুই তারকা। নাটকের নাম কঙ্কাবতী। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। পুরান ঢাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দিয়াবাড়ির বিভিন্ন লোকেশনে নাটক এর শুটিং শেষ হয়েছে চলতি সপ্তাহে। প্রিয়া আমান বলেন, নিশো ভাইয়ের সঙ্গে প্রথমবার কাজ করলাম। খুব ভালো লাগল। তিনি বলেন, এই গল্পটি বর্তমান সময়ের। যেখানে পারিবারিক সংকট এবং সম্পর্কের টানাপোড়েন দেখানো হয়েছে। বাকিটা দর্শকরা দেখলে বুঝতে পারবেন। অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সাবেরি আলম, চৈতি। নির্মাতা সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চ্যানেল আই এর পর্দায় কঙ্কাবতী প্রচার হবে। এআর/১৯:৫৫/২৬ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xIMgSH
September 27, 2017 at 01:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top