সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক চাপ প্রয়োগের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে জাতিসংঘের অধিবেশনে প্রস্তাব রাখার পর কিছুটা হলেও মিয়ানমার সরকার নমনীয় হয়ে ওঠেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বহির্বিশ্বের কাছে সাহসিকতার পরিচয় দিয়েছেন। ফলে বহির্বিশ্বে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এছাড়া রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি সম্প্রতি বন্যায় দেশের ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকার ভিজিডি, ভিজিএফ ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। ফলে দেশের ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত হচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন দেশের মানুষ উপকৃত হবেন।
এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভিজিএফ’র ৩০ কেজি চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. মখন মিয়ার সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিক উদ্দিন আহমদ, উপজেলা আ’লীগ নেতা শাহ ছমির উদ্দিন, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল আলী বাচ্চু, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আঙ্গুর মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেনসহ ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী বদিকোনাস্থ কমিউনিটি সেন্টারে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম তুরন মিয়ার চেহলাম অনুষ্ঠানে যোগদান করেন। সকালে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরুল হাসানের শিলামস্থ বাড়িতে যান। -বিজ্ঞপ্তি
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2x52txz
September 30, 2017 at 10:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন