চট্টগ্রাম, ০৭ সেপ্টেম্বর-অস্ট্রেলিয়ার লিডটা ৭১-এ আটকে রেখে যে মনস্তাত্ত্বিক সান্ত্বনা বাংলাদেশ কুড়িয়েছিল, তা মুহূর্তেই হাওয়া তামিম-সৌম্যদের ব্যাটিংয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যস্ত বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির আগে পর্যন্ত ৮৩ রান তুলতেই ৫ উইকেট নেই বাংলাদেশের। মাত্র ১১ রানে এগিয়ে থেকে হাতে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে কতটুকু চ্যালেঞ্জ বাংলাদেশ জানাতে পারবে, দেখার বিষয় এটিই। লায়নের বল বাইরে বেরিয়ে খেলতে গিয়ে আউট তামিম। দলীয় ১১ রানের মাথায় অফস্টাম্পের ওপর বলে খোঁচা দিয়ে ফেরেন সৌম্য সরকার। প্যাট কামিন্সের বলে স্লিপে সৌম্যর ক্যাচ নেন ম্যাট রেনশ। ৯ রানে সৌম্য ফেরার পর ইমরুল আর তামিম কখনোই আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারেনি। ৩২ রানের সময় নাথান লায়নের বলে অযথা বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন তামিম। ইমরুল ৩৯ রানের মাথায় সেই লায়নের বলেই গ্লেন ম্যাক্সওয়েলকে ক্যাচ দেন। সৌম্য, তামিমের পর ফিরলেন ইমরুলও। কোচ চন্ডিকা হাথুরুসিংয়ে ৪ নম্বরে নাসির হোসেনকে নামিয়ে দিয়ে একটা ফাটকা খেলতে চেয়েছিলেন। কিন্তু তাঁর ফাটকা ব্যর্থ। স্টিভ ওকিফির অফস্টাম্পের বাইরের একটি বলে খোঁচা দিয়ে আউট হন নাসির। তবে বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধাক্কা ছিল সাকিব আল হাসানের ফিরে যাওয়া। লায়নের বলেই ওয়ার্নারকে ক্যাচ দিয়েছেন সাকিব। বাংলাদেশের বিপক্ষে এবারের সফরে মোট ১৯ উইকেট পেলেন লায়ন। ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশকে কিছুটা আলো দেখাচ্ছেন মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। এখনো পর্যন্ত এই জুটি যোগ করেছেন ৪০ রান। অধিনায়ক মুশফিক ১৬ আর সাব্বির ২০ রানে অপরাজিত ছিলেন। অস্ট্রেলিয়ার পক্ষে এই ইনিংসে ৩ উইকেট নিয়েছেন লায়ন। একটি করে উইকেট কামিন্স ও ওকিফির।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2f6P1U1
September 07, 2017 at 06:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top