দেশের বুলেট ট্রেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন বৃহস্পতিবার

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বরঃ বৃহস্পতিবার মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ভারত ও জাপানের দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিনজো আবে। ভারতের রেলমন্ত্রী পিযুষ গয়াল জানিয়েছেন, ৫০৮ কিলোমিটার লম্বা ওই রেলপথ তৈরিতে খরচ হবে ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা। এরমধ্যে ৮৮ হাজার কোটি টাকাই জাপান ঋণ হিসাবে দেবে। ১৪ সেপ্টেম্বর আহমেদাবাদে দুই প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দেশের পরিবহণ মানচিত্রে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হবে। রেলপথের ৯২ শতাংশই তৈরি হবে মাটি থেকে উঁচুতে। ৬ শতাংশ হবে টানেলের মধ্যে দিয়ে। বাকি অংশ হবে মাটিতে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2y1e1DN

September 12, 2017 at 10:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top