মহানন্দা সেতু সংযোগ সড়ক প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের কর্মকর্তা

বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু হতে শেখ হাসিনা সেতু পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশন ও এলজিইডি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বৃহস্পতিবার বিকালে তাঁরা পুরো প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।
পরিদর্শন দলে ছিলেন, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যুগ্ন প্রধান রিয়াজুল ইসলাম ফারুকী, যুগ্ন প্রধান সারোয়ার আলম যুগ্ন প্রধান লিয়াকত আলী, সিনিয়র সহকারী প্রধান মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র (আরবান) তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম আকন্দ, ইউজিপ-৩ প্রকল্পের পরিচালক রেজাউল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান ভূঁইঞা, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, তসিকুল ইসলাম, দুলাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকেশলী সাদেকুল ইসলাম, সদর উপজেলা প্রকেশলী আনম ওয়াহিদুজ্জামান শাওন।  পরে পরিকল্পনা কমিশনের যুগ্ন প্রধান সারোয়ার আলম সাংবাদিকদের জানান অতিসত্বর প্রকল্পের কাজ শুরু হবে।
এছাড়া, প্রস্তাবিত হুজরাপুর করনেশন ও ঝিলিম রাস্তার সম্প্রসারণ কাজের স্থান পরিদর্শন করেন। 
প্রসঙ্গত, এই সড়কটি নির্মাণ কাজ শেষ হলে সোনামসজিদ স্থলবন্দর হয়ে আমদানিকৃত পণ্য পরিবহনকারী ট্রাক, দূরপাল্লার বাসসহ অন্যান্য যানবাহন এই বাইপাস সড়ক হয়ে চলাচল করবে। ফলে শহরের যানজট কমে যাবে। এই প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪০ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় ৩ কি.মি সড়ক নির্মাণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৯-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2xTKFuk

September 21, 2017 at 09:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top