নয়া দিল্লী, ০২ সেপ্টেম্বর- বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকেকে অপসারণ করেছ দেশটির সুপ্রিম কোর্ট। লোধা কমিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের দীর্ঘস্থায়ী অচলবস্থার প্রেক্ষিতে সোমবার এক শুনানি শেষে এই রায় আসে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও বিসিসিআই লোধা কমিটির সব সুপারিশ বাস্তবায়ন করেনি। বিসিসিআইয়ের পদ থেকে অনুরাগকে অপসারণ করায় জ্যেষ্ঠ সহ-সভাপতি আন্তর্র্বতীকালীন সভাপতির এবং যুগ্ম সম্পাদক অমিতাভ চৌধুরী সচিবের দায়িত্ব পালন করবেন। আদালত জানায়, ১৯ জানুয়ারি একটি প্রশাসক কমিটি নিয়োগ করা হবে যারা বিসিসিআইয়ের ব্যবসায়িক দিকগুলো দেখবে। অনুরাগের অপসারণের ফলে বিসিসিআিইয়ের সভাপতির পদে নতুন মুখ নিয়ে গুঞ্জন চলছে। তবে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বিসিসিআইয়ের সভাপতির দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এছাড়া এ পদের জন্য ড. গানা গারাজু, সিকে খান্না এবং এমএল নেহুরুর নাম শুনা যাচ্ছে। এছাড়া ঝাড়খন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান এবং বিসিসিআইয়ের বর্তমান জয়েন্ট সেক্রেটারি সচিবের দায়িত্ব পাওয়ার প্রত্যাশায় রয়েছেন। আর/০৭:১৪/০২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2erwpgv
September 02, 2017 at 02:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top