সুরমা টাইমস ডেস্ক :সাভারে চামড়ার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় সহযোগীসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার সকালে সাভারের বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে চাঁদার টাকাসহ তাকে হাতে নাতে আটক করা হয়।
আটককৃত যুবলীগ নেতা হলেন কাজী মহসীন আলম বাবু। তিনি সাভার পৌর যুবলীগের সর্বশেষ কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, যুবলীগ নেতা বাবু সহযোগীদের নিয়ে বাজার বাসস্ট্যান্ড এলাকায় আতংক সৃষ্টি করেন। সাভার পৌরসভার ভুয়া রশিদ ছাপিয়ে জোর করে প্রান্তিক ও মৌসুমী চামড়া ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন।
ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের এসআই মাহামুদুল হাসান চামড়া ব্যবসায়ীর ছদ্মবেশে চাঁদা আদায়কালে হাতে নাতে সহযোগী কামাল হোসেনসহ ওই যুবলীগ নেতাকে আটক করেন।
এসময় তার কাছ থেকে আদায় করা চাঁদার ১৪ হাজার টাকা জব্দ করা হয় বলেও জানান পুলিশ সুপার।
গোয়েন্দা পুলিশের এসআই ইলিয়াস হোসেন জানান, ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ওই যুবলীগ নেতার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2eveF3X
September 03, 2017 at 11:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন