মুম্বাই, ০৯ সেপ্টেম্বর- বলিউড থেকে হলিউড অবাধ বিচরণ প্রিয়াঙ্কা চোপড়ার। পর্দায় তাঁর উপস্থিতি অনেক ছবিকে বক্স অফিসে বাণিজ্য এনে দিয়েছে। সেই প্রিয়াঙ্কার বক্তব্য, ক্যামেরার সামনে নয় , নেপথ্যে থাকতে চেয়েছিলেন তিনি। কোথায়, কেন এই মন্তব্য তাঁর? প্রিয়াঙ্কা চোপড়া তাঁর প্রযোজিত প্রথম নর্থইস্টার্ন ফিল্ম দেখালেন টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। ছবির নাম পাহুনা : দ্য লিটল ভিজিটরস। ফেস্টিভ্যালে যথেষ্ট প্রশংসিত হয় ছবিটা। এই প্রশংসায় অভিভূত হয়ে প্রিয়াঙ্কা জানান , এর জন্যই তিনি বরাবর ভালো ছবি বানাতে আগ্রহী। তিনি নাকি আসলে ফিল্ম মেকারই হতে চেয়েছিলেন। ছবির গল্প তিনটে নেপালি বচ্চাকে নিয়ে। যারা পরিস্থিতির চাপে বাবা-মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায়। কীভাবে শেষ পর্যন্ত তারা ফিরে পায় পরিবারকে , সেটাই মূল বিষয় এই ফিল্মের। কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন প্রিয়াঙ্কা। ছবির পরিচালক পাখি এ টায়ারওয়ালা আর আর্টিস্টিক ডিরেক্টর ক্যামেরন বেইলির সঙ্গে। ফেস্টিভ্যালের মঞ্চ থেকে। সেই ছবির ক্যাপশানে তিনি লেখেন , না শুনতে আমার কখনও ভালো লগে না। কারণ সবসময় কেউ না কেউ থেকে যান যিনি সব কিছুতেই হঁ্যা বলেন। আমার ছবির প্রথম মহিলা পরিচালকের জন্য আমি গর্বিত। কারণ ও কখনও হাল ছাড়েনি। যখন অনেকেই ভেবেছিলেন এই ফিল্ম কোনওদিন তৈরিই হবে না। এখানেই অবশ্য থেমে যাননি নায়িকা। আরও বলেন , যদিও ছবির বিষয় আমরা যাকে মেইনস্ট্রিম বলি , তার সঙ্গে মেলে না। তবুও এত ভালো গল্প নিয়ে ছবি যে অনেকদিন হয়নি , সে বিষয়ে কোনও সন্দেহ নেই৷ মা মধু চোপড়ার সঙ্গে যৌথভাবে এই ফিল্ম প্রযোজনা করেছেন প্রিয়াঙ্কা। তাঁর মতে , এই ফিল্মের গল্প অনেক গভীর সমস্যা তুলে ধরে। ছোট্ট গ্রামের তিন শিশু কীভাবে নানা সমস্যা সামলায় , তা খুব সুন্দর করে ফুটে উঠেছে এই ছবিতে৷ তবে ক্যামেরন বেইলির সাহায্য ছাড়া যে এই ছবি কিছুতেই আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছনো সম্ভব হত না , তা স্বীকার করে নিয়েছেন প্রিয়াঙ্কা। দর্শকরা দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন এই ফিল্মটার জন্য এই অনুভূতি ভাষায় প্রকাশ করার নয় জানান প্রিয়াঙ্কা। এই ছবির ফার্স্ট লুক মুক্তি পায় এ বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে। তবে মুখে ফিল্মমেকার হওয়ার কথা বললেও প্রিয়াঙ্কার শিডিউলে অবশ্য ঠাসা নায়িকা হওয়ারই কাজ। কোয়ান্টিকো র আগামী সিজন শুধু নয় , বেওয়াচ-এর পর আরও দুটি হলিউড ফিচার ছবি করার কথা তাঁর। খুব শীঘ্রই সেগুলির শ্যুটিংও শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। আর/১০:১৪/০৯ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2faQ84U
September 10, 2017 at 05:37AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.