প্রিটোরিয়া, ২২ সেপ্টেম্বর- বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ব্যাট করার সময় চোট পেয়ে মাঠ ছাড়া তামিম ইকবালের উরুতে স্ক্যান করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ক্যান রিপোর্ট হাতে আসার পর তার অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারনা পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। শুক্রবার স্থানীয় সময় সকালেই তামিমের উরুর মাংসপেশির অবস্থা সম্পর্কে ধারনা পেতে স্ক্যান করার কথা। বৃহস্পতিবার বেনোনির উইলোমুর পার্কে তিনদিনের ম্যাচের প্রথম দিনে ৫ রান করার পর উরুর মাংসপেশিতে টান পড়ে তামিমের। কোনরকম ঝুঁকি না নিয়ে তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়েন তিনি। টেস্টের আগে তামিম ইকবালের চোটের হাল সম্পর্কে পরিষ্কার ধারনা পেতে বৃহস্পতিবারই স্ক্যান করার সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। শুক্রবার সকালে দ্বিতীয় দিনে সতীর্থরা মাঠে নামলেও তামিমকে রাখার কথা পরীক্ষা নিরীক্ষার মধ্যে। আগের দিন টাইগারদের ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ম্যাচের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন তামিম। বোলার মিগায়েল প্রিটোরিয়াস। এরপর ওই প্রিটোরিয়াসেরই করা ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলটি খেলতে গেলে পেশীতে টান অনুভব করেন তামিম। তাতে বাধ্য হয়েই রিটায়ার্ড হার্ট হয়ে ফিরতে হয় ড্রেসিং রুমে। ১৩ বল খেলে ৫ রান করেছিলেন। তামিমকে ছাড়াই প্রথম ইনিংস ৭ উইকেটে ৩০৬ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্টে সাকিব আল হাসান বিশ্রামে থাকায় তামিম ইকবালের উপর দায়িত্ব আরও বেশি। দলের সহ-অধিনায়ক ও সেরা ব্যাটসম্যানের সামান্য চোটও বাংলাদেশ দলের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো। ২৮ সেপ্টেম্বর সিরিজের পচেফস্ট্রমে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এরপর ব্লমফন্টেইনে ৬ অক্টোবর থেকে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। এ আর/১৬:১৫/২২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xjBDGr
September 22, 2017 at 10:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top