মুম্বাই, ২২ সেপ্টেম্বর- ৫০ থেকে ৬০-এর দশকের কথা, দেবানন্দের মতো বলিউডের সুপারস্টার নায়কের বিপরীতে সদ্য উঠে আসা নায়িকা শাকিলার উত্থান শুরু। অথচ মাত্র এক দশক সময় নায়িকা হিসাবে ছিলেন তিনি। আর এই স্বল্প সময়েই সবার মন জয় করে নিয়েছিলেন এই নায়িকা। বলিউডের অন্যতম ক্লাসিক সিআইডি-তে শাকিলা ও দেবানন্দের জুটি দেখে মুগ্ধ হয়েছিল পুরো ভারত। সি.আই.ডি, আর পার ছবির কথা আসলেই মনে পড়বে তার সেই ছিমছাম নস্টালজিক লুক। গুরু দত্ত-র ছবি আর পার-এর বিখ্যাত গানটির মধ্যে মানুষের মনের রূপোলি স্মৃতিতে এখনও উজ্জ্বল হয়ে আছেন তিনি। এই প্রজন্মের মুখেও ঘুরে ফিরে বেড়ায় বাবুজি ধীরে চলনা গানের কলি। কিন্তু দ্রুত সময়েই খ্যাতির শীর্ষে উঠা এই নায়িকা বিদায়ও নেন খুব দ্রুত। লাইট-ক্যামেরা-এ্যাকশনের রুপোলি আঙ্গিনা ছেড়ে ১৯৬২ সালে বিয়ে করে পাড়ি জমান লন্ডনে। লাইম লাইট তাকে মিস করলেও আর ফিরে আসেননি কখনোই। শাকিলার প্রথম ছবি ১৯৪৯-এ দুনিয়া হলেও, ১৯৫৩ সালে আলিবাবা ছবিতে রূপোলি পর্দায় একটি ছোট চরিত্রে সফল ভাবে শুরু করেন নায়িকা জীবনের যাত্রা। এরপরেই সামা ও গুরু দত্তর বিপরীতে আর পার ছবিতে একটা সাইড রোলে উঠে আসেন শাকিলা। সাইড রোল হলেও সফল ছিল তার অভিনয়। গুরু দত্তর সাথে তখনই কানাঘুষো প্রেমের গল্প উঠে এসেছিল তার। তারপরেই নায়িকা হিসাবে সি.আই.ডি ছবিতে শাকিলার আত্মপ্রকাশ। একটি সাক্ষাৎকারে শাকিলা জানিয়েছিলেন, গুরু দত্ত ছিলেন ভীষণ নিখুঁত কাজের মানুষ। আর পার ছবিতে একটা গানের দৃশ্যে গুরু দত্তর কথায় তাকে ৪০-৫০ বার শট নিতে হয়েছিল। ১৯৩৫ সালের পহেলা জানুয়ারি জন্মের পরেই হারান বাবা-মা কে। দুই বোন নুরজাহান আর নাসরিনকে নিয়ে খুব কষ্টে দিন কাটিয়েছেন। পরে তার বোন নুরজাহানের সাথে কৌতুক শিল্পী জনি ওয়াকারের বিয়ে হয়। ১৯৫০ সালে চাইল্ড আর্টিস্ট হিসাবে তিনি কাজ করেছেন দস্তান ছবিতে। পরে কাজ করেছেন কিশোর কুমারের মত বিখ্যাত অভিনেতার সাথেও। কখনোই অ্যাওয়ার্ড পাওয়াকে তিনি গুরুত্ব দেননি। এমনকি বিয়ের পর এক নিমেষেই ছেড়ে দিয়েছিলেন সব ফ্রেমের মায়া। দীর্ঘদিন ধরে লাইম-লাইটের বাইরে থাকা এই নায়িকা মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার ভাতিজা ফেসবুকে এই শোক সংবাদটি প্রচার করেন। বলিউডের উজ্জ্বল আকাশের থেকে খসে পড়লো স্বর্ণযুগের এক নক্ষত্র। বহুদিন লাইম-লাইট থেকে দূরে থাকলেও লাইটস, ক্যামেরা অ্যাকশন মনে রাখবে তাকে। স্মৃতির পর্দায় থাকবে তার রূপোলি দিনের ছবি। এ আর/১৬:৫৫/২২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fg6wkr
September 22, 2017 at 10:56PM
22 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top