বার থেকে তুলে নিয়ে গায়িকাকে ধর্ষণ…

প্রিয়.কম ● ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতায়। বার থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে একজন গায়িকাকে। অভিযুক্ত হয়েছেন বারের একজন কর্মচারী সহ দুই ব্যক্তি। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, ভয় ভীতিও দেখানো হয়েছে গায়িকাকে। কয়েকদিন আতঙ্কগ্রস্ত সময় পার করেছেন তিনি। অতঃপর গত শনিবার তিনি দেশটির উল্টোভাঙা মাহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন।

বারের ক্রুনারের কাজ করতেন ২৬ বছর বয়সী এই গায়িকা। কর্মক্ষেত্রে পরিচয় ঘটে একজন কর্মীর সঙ্গে। ঐ কর্মীর মাধ্যমেই গায়িকার পরিচয় ঘটে ইকবাল নামক এক ব্যক্তির সঙ্গে। রাতের বেলা গানের অনুষ্ঠান শেষে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে, গায়িকাকে উল্টোডাঙার একটি জায়গায় নিয়ে ধর্ষণ করা হয় এবং বিষয়টি গোপন না রাখলে তার প্রাণনাশ করার হুমকিও দেওয়া হয়।

গায়িকাকে খাবারের সঙ্গে মাদক মিশিয়ে মাতাল করে ধর্ষণ করেছে অভিযুক্তরা। আতঙ্কগ্রস্ত হয়ে কর্মক্ষেত্রে যেতেও ভয় পাচ্ছিলেন উক্ত গায়িকা, পরবর্তীতে তার বন্ধু ও পরিবার তার পাশে দাঁড়ায় এবং থানায় মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছে। ঐ দুজন অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

The post বার থেকে তুলে নিয়ে গায়িকাকে ধর্ষণ… appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2xJ6lIm

September 28, 2017 at 11:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top