চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড়ধাইনগর গ্রামের দক্ষিণচরা এলাকায় মহানন্দা নদীতে বালু উত্তোলন করার সময় নৌকা ডুবির ঘটনার ৪৮ ঘন্টার পর নিখোঁজ শ্রমিক ইব্রাহিম (৩২) লাশটি উদ্ধার করা হয়। নিখোঁজ ইব্রাহিম শিবগঞ্জ উপজেলার চককির্তী ইউনিয়নের রানীবাড়িচাঁদপুর গ্রামের জহিউদ্দিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, রাজশাহী থেকে আসা একটি ডুবুরি দল ও খুলনা থেকে আসা বেসরকারী একটি বিশেষ ডুবুরী দলে যৌথ অভিযান চালিয়ে রবিবার সকালে নিখোঁজ শ্রমিক ইব্রাহিমকে উদ্ধার করা হয়। এ সময় নৌকাটি নদী থেকে টেনে ওঠানো হয়।
উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে দক্ষিণচরা এলাকায় মহানন্দা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল ৪জন শ্রমিক। অতিরিক্ত বালু ভর্তির কারণে বেলা সাড়ে ১১টার দিকে নৌকাটি ডুবে যায়। এ সময় তিন শ্রমিক ডাঙ্গায় উঠতে পারলেও নৌকার ভিতরে থাকা মোবাইল ফোন নিতে গিয়ে ইব্রাহিম আর বেরুতে পারেনি। খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরি দল এসে দুপুর ১টার দিকে উদ্ধার কাজ শুরু করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৯-১৭
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, রাজশাহী থেকে আসা একটি ডুবুরি দল ও খুলনা থেকে আসা বেসরকারী একটি বিশেষ ডুবুরী দলে যৌথ অভিযান চালিয়ে রবিবার সকালে নিখোঁজ শ্রমিক ইব্রাহিমকে উদ্ধার করা হয়। এ সময় নৌকাটি নদী থেকে টেনে ওঠানো হয়।
উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে দক্ষিণচরা এলাকায় মহানন্দা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল ৪জন শ্রমিক। অতিরিক্ত বালু ভর্তির কারণে বেলা সাড়ে ১১টার দিকে নৌকাটি ডুবে যায়। এ সময় তিন শ্রমিক ডাঙ্গায় উঠতে পারলেও নৌকার ভিতরে থাকা মোবাইল ফোন নিতে গিয়ে ইব্রাহিম আর বেরুতে পারেনি। খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরি দল এসে দুপুর ১টার দিকে উদ্ধার কাজ শুরু করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৯-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2fjpRRO
September 24, 2017 at 08:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন