জলের তোড়ে ভাঙল রাস্তা, বন্ধ যান চলাচল

সিউড়ি, ১০ সেপ্টেম্বরঃ চাষের জন্য ময়ূরাক্ষী জলাধার থেকে ছাড়া জলের তোড়ে ধসে গেল রাস্তা। ভোররাতে সিউড়ি থানার চন্দ্রভাগা ব্রিজের পাশে থাকা রাস্তাটি ধসে যায়। ব্যাহত হয় ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল।

গত দু দিন ধরেই ময়ূরাক্ষী জলাধার থেকে ছাড়া হচ্ছিল জল। সিউড়ি থানার পানুরিয়া গ্রামের কাছে অবস্থিত চন্দ্রভাগা ব্রিজের পাশে রাস্তায় গতকাল রাতে একটি গর্ত দেখতে পান স্থানীয়রা। সেই গর্ত দিয়েই জল ঢুকতে শুরু করে। তবে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। রাতে খবর দেওয়া হয় থানায়। আজ ভোর থেকেই জলের তোড়ে সেই রাস্তাটি ভাঙতে শুরু করে। রাস্তাটির প্রায় ১০ ফুট ভেঙে যায়।

খবর পেয়ে পুলিশ পৌঁছে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় এলাকাটি। এর জেরে বর্ধমানের পানাগড় থেকে মুর্শিদাবাদের মোরগ্রাম পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যাবস্থা। কলকাতা থেকে পানাগড় হয়ে উত্তরবঙ্গে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে পড়েছে।

পূর্ত দপ্তর সূত্রে খবর, রাস্তা সারানোর কাজ চলছে। দ্রুত একপাশের রাস্তা খুলে স্বাভাবিক করা হবে যান চলাচল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xdVw18

September 10, 2017 at 06:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top