মালয়েশিয়ায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে ২৪ জন নিহত

সুরমা টাইমস ডেস্ক:: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষক এবং শিক্ষার্থীসহ কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা হতাহতের খবর নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে তাহফিজ দারুল কুরআন ইতিফাকিয়াহ স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের অগ্নি এবং উদ্ধার বিভাগের পরিচালক খিরুদিন দ্রাহমান এএফপিকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে ২৩ জনই শিক্ষার্থী।

তবে নিহত শিক্ষার্থীদের বয়স নিশ্চিত করা হয়নি। তবে এ ধরনের বোর্ডিং স্কুলে যে সব শিশুদের কোরআন শিক্ষা দেয়া হয় তাদের বয়স ৫ থেকে ১৮ ‘র মধ্যে।

জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জালান দাতুক কেরামত এলাকায়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে শিশুরা মাদ্রাসার যে রুমে ঘুমায় সেগুলো আগুনে পুড়ে গেছে। শিশুদের বাবা-মায়েরা এই ঘটনায় বেশ উদ্বিগ্ন। তারা পরিস্থিতি জানতে মাদ্রসার বাইরে জড়ো হয়েছেন।

ওই ঘটনায় আহত শিশুদের হাসপাতালে নেয়া হয়েছে। ধোঁয়ার কারণে অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে।

২০১৫ সাল থেকে এ পর্যন্ত মালয়েশিয়ায় দুইশোর বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2f8ZhhL

September 14, 2017 at 08:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top