কলকাতা, ১৪ সেপ্টেম্বর- শহরে নয়া প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল পুলিশ৷ ফ্রেন্ডশিপ ক্লাবের নাম করে দেদার যৌনতার টোপ দেওয়ার প্রতারণাচক্রের পাণ্ডা সহ এক মহিলা কর্মীকে গারদে পাঠাল কলকাতা পুলিশ৷ বছর ২৬-এর এক যুবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রতারণা চক্রের পর্দা ফাঁস করে৷ পুলিশ সূত্রে খবর, টেলি কলিংয়ের মাধ্যমে আনলিমিটেড যৌন সুখের টোপ দিয়ে প্রতারণার চক্রের কারবার চালাতে বাঁশদ্রোণির অফিস খুলে বসেছিলেন সুভাষ গুছাইত ওরফে ঋক, চন্দ্রাণী ওরফে মাম্পি৷ অভিযোগ, হাই-প্রোফাইল যুবতীদের সঙ্গে সম্পর্ক করে টাকা আয়ের টোপ দেখিয়ে বড়বাজার এলাকার এক যুবককে ফোন করা হয়৷ এককালীন ১১০০ টাকা দিলে তাঁকে অল ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ক্লাবের সদস্যপদের মাধ্যমে আনলিমিটেড যৌনতার অফার দেওয়া হয় ওই যুবকে৷ পেটিএমের মাধ্যমে ওই টাকা জমা দিতে বলা হয়৷ ফোন বলা হয়, ১১০০ টাকা দিয়ে সদস্যপদ পাওয়ার পর যৌন ব্যবসা করে মাসে মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করা যাবে৷ লোভনীয় প্রস্তাবে পা দেন তিনি৷ পরে আরও ১০,৫০০ টাকা চাওয়া হয় যুবকের কাছ থেকে৷ অভিযোগ, ওই সংস্থার কাজকর্ম দেখে সন্দেহ হয় ওই যুবকের৷ পরে ওই সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন বড়বাজারের ওই যুবক৷ যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ৷ বুধবার বাঁশদ্রোণির সতীন্দ্রপল্লিতে হানা দিয়ে সুভাষ গুছাইত ওরফে ঋক, চন্দ্রাণী ওরফে মাম্পি ও রাখী বসাককে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় বহু জাল সিম কার্ড ও বেশ কয়েকটি মোবাইল ফোন৷ আর/১২:১৪/১৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vUwQr0
September 14, 2017 at 07:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top