নামাজের কথা বলে জঙ্গি আবদুল্লাহর সময়ক্ষেপণ

সুরমা টাইমস ডেস্ক:: মিরপুরের মাজার রোডে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় অবস্থান করা জঙ্গি আবদুল্লাহর রাত আটটার মধ্যে আত্মসমর্পণ করার কথা থাকলেও এশার নামাজের জন্য সময় নিয়েছেন তিনি। নামাজের পর তিনি আত্মসমর্পণ করবেন বলে র‌্যাবকে জানিয়েছেন।

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন। তবে রাত পৌনে ১০টা পর্যন্ত আব্দুল্লাহ আত্মসমর্পন করেনি।

রাত পৌনে নয়টার দিকে মুফতি মাহমুদ খান জানান, জঙ্গি আবদুল্লাহর সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। আবদুল্লাহ এশার নামাজ পড়ার জন্য সময় নিয়েছেন।

এরপর রাত সোয়া নয়টার দিকে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিটের একটি গাড়ি ওই বাড়ির দিকে যেতে দেখা যায় বলে আমাদের প্রতিবেদক জানান।

এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানান, জঙ্গি আবদুল্লাহর আত্মসমর্পণ করতে রাজি হয়েছেন। রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু হবে।

এরপর নিরাপত্তাবেষ্টনীর বাইরে অবস্থান করা টিভি ক্যামেরাসহ সাংবাদিকদের ঘটনাস্থলের দিকে নিয়ে যান র‌্যাবের সদস্যরা।

এর আগে সন্ধ্যা ছয়টায় র‌্যাবের বেশ কিছু সদস্যকে অত্যাধুনিক ও ভারী অস্ত্র নিয়ে বাড়িটির সংশ্লিষ্ট এলাকার দিকে যেতে দেখা গেছে। এটা অভিযান পরিচালনার পূর্বতৎপরতা বলে ধারণা করছেন উপস্থিত সাংবাদিকরা।

তবে মুফতি মাহমুদ জানান, জঙ্গি আবদুল্লাহর কাছে প্রচুর বিস্ফোরক রয়েছে। পিস্তলও থাকতে পারে। আত্মসমর্পণের সময় যেকোনো ধরনের পরিস্থিতির জন্য তৈরি থাকবে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে ১২টার দিকে র‌্যাবের মহাপরিচালক ঘটনাস্থলে এসে জানিয়েছিলেন, ছয়তলা বাড়িটির পঞ্চম তলার ফ্ল্যাটে জঙ্গি আবদুল্লাহ দুই স্ত্রী, দুই শিশুসহ বসবাস করেন। সেই জন্য অভিযান চালাতে দেরি হচ্ছে।

জঙ্গি আবদুল্লাহকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে র‌্যাব দুপুরে আরো জানিয়েছিল, আবদুল্লাহ সময় চেয়েছেন আত্মসমর্পণের জন্য।

রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকার বাড়িটি এখনো ঘিরে আছে আইনশৃঙ্খলা বাহিনী। ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে সোমবার রাত থেকেই ছয়তলা ওই ভবনটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, রাত ৮টার দিকে ‘সাত জঙ্গি’ আত্মসমর্পণ করবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wEkVi5

September 06, 2017 at 01:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top