পুলিশের বাধায় ফিরে এলো রোডমার্চের গাড়িবহর


সুরমা টাইমস ডেস্ক :: রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে টেকনাফ অভিমুখী রোডমার্চের গাড়িবহর সিলেটের রশীদপুর থেকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে ‘হিউমিনিটি ফর রোহিঙ্গা’র ব্যানারে এই রোডমার্চের আয়োজন করা হয়েছিল।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১২টায় সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে প্রায় ২৫০টি গাড়ি নিয়ে রোডমার্চটি শুরু হয়।
জানা যায়- ‘হিউমিনিটি ফর রোহিঙ্গা’ নামক সংগঠনের উদ্যোগে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব সাবেক সাংসদ মাওলানা শাহীনুর পাশার নেতৃত্বে রোডমার্চের গাড়ি বহর সিলেটের দক্ষিণ সুরমার রশীদপুর এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। পুলিশী বাধার মুখে রশীদপুর থেকে ফিরে আসে রোডমার্চের গাড়িবহর।
তবে সংগঠনের ত্রাণের গাড়ি টেকনাফ যাওয়ার অনুমতি দিলেও রোডমার্চের আড়াই শত গাড়ির অনুমতি দেইনি পুলিশ।
সংগঠনটির চেয়ারম্যান মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জানান, দুপুর ১২টায় দিকে দক্ষিন সুরমার রশিদপুর পয়েন্টে গেলে পুলিশ বাধা দিয়ে আমাদের ফিরিয়ে দেয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাহিরে থাকায় আমাদের রোডমার্চ করে টেকনাফে দেওয়া হয়নি।
এই রোডমার্চ সফলে গত কয়েকদিন থেকে সিলেটে ব্যাপক প্রচারণা চালিয়ে আসছিলেন আয়োজক সংগঠনের নেতাকর্মীরা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xh7rvt

September 21, 2017 at 04:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top