মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) শুরু ।
ধর্মীয় রীতি অনুযায়ী মঙ্গলবার সকালে বেল গাছের নিচে বিল্লে ষষ্ঠী পালন করা । সন্ধ্যাকালে হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ঢাকের বোল, মন্ত্র, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে কেঁপে উঠবে মন্দির পূজামণ্ডপ।
সোমবার ছিল দেবীর বোধন। ২৭ সেপ্টেম্বর মহাসপ্তমী, ২৮ সেপ্টেম্বর মহাষ্ঠমী ও কুমারী পূজা, ২৯ সেপ্টেম্বর মহানবমী শেষে ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের দুর্গোসব।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটির তথ্য মতে, এবার সারা দেশে ৩০ হাজার ৭৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বিশ্বনাথ পূজা উদযাপন কমিটির তথ্য মতে, বিশ্বনাথে ২৩ মণ্ডপে পূজা হচ্ছে এবার। সেগুলোর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ, বিশ্বনাথ সদর সার্বজনীন শারদীয়া পূজা উদযাপন কমিটি বিশ্বনাথ পুরান বাজার, সার্বজনীন দূর্গাপূজা উদযাপন পরিষদ বৃন্দাবন জিউর আশ্রম বৈরাগী বাজার, কালিবাড়ী সার্বজনীন শারদীয়া পূজা কমিটি কালিবাড়ী কালিগনজ বাজার, সার্বজনীন শারদীয়া পূজা কমিটি শিব ও দূর্গাবাড়ি দিঘলী।
গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ, সার্বজনীন শারদীয়া পূজা কমিটি একতা যুব সংঘ দিঘলী, সার্বজনীন শারদীয়া পূজা কমিটি সুরমা বহুমূখী সংঘ দিঘলী (উত্তরপাড়া), সার্বজনীন শারদীয়া পূজা উদযাপন পরিষদ সূর্য্যোদয় সনাতন সংঘ মদনপুর নোয়ারাই, ত্রীনয়নী সার্বজনীন দূর্গাপূজা উদযাপন পরিষদ চন্দ্রগ্রাম, সার্বজনীন দূর্গাপূজা উদযাপন পরিষদ সনাতন সংঘ চন্দ্রগ্রাম, সার্বজনীন শারদীয়া পূজা উদযাপন কমিটি চড়চন্ডি সংঘ চড়চন্ডি, সার্বজনীন শারদীয়া পূজা কমিটি কালিজুরী বাগিচা বাজার।
ও সাধারন পূজা মন্ডপ জানাইয়া সার্বজনীন শারদীয়া পূজা উদযাপন পরিষদ জানাইয়া বিশ্বনাথ, সার্বজনীন দূর্গাপূজা উদযাপন কমিটি রায়পুর, সার্বজনীন দূর্গাপূজা উদযাপন পরিষদ কৃপাখালী, সার্বজনীন দূর্গাপূজা কমিটি পশ্চিমগাঁও সিংগেরকাছ, সার্বজনীন দূর্গাপূজা পরিষদ পশ্চিমেরগাঁও, সার্বজনীন দূর্গাপূজা কমিটি রাধাকৃষ্ণ সংঘ দশঘর, সার্বজনীন দূর্গাপূজা উদযাপন কমিটি হরিনাম সংঘ বাউশি, সার্বজনীন দূর্গাপূজা উদযাপন কমিটি বাউশি, সার্বজনীন দূর্গাপূজা উদযাপন কমিটি বরুনী।এছাড়াও ব্যক্তিগত শারদীয়া পূজা মন্ডপ দিঘলীতে ২টি ও ভোগশাইলে ১টিতে পূজা উদযাপন হচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ সদস্যদের সঙ্গে আনসার সদস্য এবং মণ্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
জানাইয়া সার্বজনীন শারদীয়া পূজা উদযাপন পরিষদ’র সাধারণ সম্পাদক ডাঃ প্রবীর কান্তি দে পিংকু জানান, এ বছর দেবী দূর্গা নৌকায় চড়ে পৃথিবীতে আসবেন। যাবেন ঘোড়ায় চড়ে। সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে এ বছরও ব্যাপক সাড়ম্বরে দুর্গোৎসব হচ্ছে বলে জানান তিনি।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2xCzGnH
September 26, 2017 at 05:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন