নেইমারের বিদায় যে বার্সার মাঠের পারফর্মেন্সে কোন প্রভাব ফেলেনি তা আরও একবার প্রমাণ হয়ে গেল। লা লিগার চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটে চলা বার্সা নিজেদের টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে। শনিবার রাতে জিরোনার মাঠে দুই আত্মঘাতীর সঙ্গে সুয়ারেজের গোলে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে ভালভার্দের দল। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে বার্সা। ম্যাচের ধারার বিপরীতে ১২ মিনিটে পাল্টা এক আক্রমণে গোলের সুযোগ তৈরি করে স্বাগতিক শিবির। তবে দগলাস লুইসের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগেন। ম্যাচের ১৭ মিনিটে কর্নার থেকেই আলবার ভলি বেনিতেসের পায়ে লেগে দিক পাল্টে জালে ঢুকলে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। বিরতি থেকে ফিরে আত্মঘাতী গোলে আবারও ব্যবধান বাড়ায় বার্সা। ম্যাচের ৪৮ মিনিটে আলেইশ ভিদালের ব্যাকহিলে সুয়ারেজও ব্যাকহিল করতে চেয়েছিলেন। তবে বলে সংযোগ ঘটাতে পারেননি। বল ইরাইসসের গায়ে লেগে জালে ঢুকে যায়। আর ম্যাচের ৬৯ মিনিটে সুয়ারেসের গোলে জয় নিশ্চিত হয় বার্সার। এ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে মেসির বার্সেলোনা। আরএস/১০:৫৩/২৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xxhAmX
September 24, 2017 at 04:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top