কলকাতা, ২২ সেপ্টেম্বরঃ এবার সিবিআই দপ্তরে হাজিরা দিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ১৫ সেপ্টেম্বরের পর ১৮ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু দুদিনই গড়হাজির ছিলেন তিনি। তবে আজ নির্দিষ্ট সময়ের আগেই সিবিআই দপ্তরে হাজির হলেন শুভেন্দুবাবু।
এর আগে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। প্রায় তিনঘণ্টা ধরে ধরে চলেছিল জেরা। সূত্রের খবর, নারদ নিউজের প্রধান ম্যাথু সামুয়েলের কাছ থেকে নেওয়া টাকা দলের কাজে লাগিয়েছেন বলে জানান শুভেন্দুবাবু। এই সম্পর্কিত নথিও পেশ করেন তিনি।
সিবিআই সূত্রে খবর, পুজোর পরেই কলকাতা হাইকোর্টে নারদকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা করা হতে পারে। তাই জিজ্ঞাসাবাদের পর্ব পুজোর আগেই সেরে ফেলতে চাইছেন তারা। শুধু তাই নয়, অভিযুক্তদের গলার স্বরও পরীক্ষা করে দেখতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এবিষয়ে অনুমতি নেওয়ার জন্য তারা আদালতের দ্বারস্থ হতে পারেন বলেও শোনা যাচ্ছে।
উল্লেখ্য, নারদকাণ্ডে মূল অভিযুক্ত ১৩ জনের মধ্যে শুভেন্দুবাবু বাদে বাকি সকলকেই জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছে সিবিআইয়ের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hjFNYn
September 22, 2017 at 02:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন