জাতীর উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন অং সান সু চি

সুরমা টাইমস ডেস্ক:: মিয়ানমারের রাখাইন রাজ্যে বিরাজমান সংকট নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন দেশটির নেত্রী অং সান সু চি।

বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাখাইন রাজ্যে বিরাজমান সংকট নিয়ে আগামী সপ্তাহে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন।

আগামী সপ্তাহের ঠিক কবে ভাষণ দিবেন তা জানা যায়নি। তবে তার ভাষণটি ১৯শে সেপ্টেম্বর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হবে।

গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে রাখাইন রাজ্য সংকটে বহু মানুষ নিহত এবং তিন লাখ ৮০ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে। এরপর থেকে শান্তি নোবেল পুরস্কার বিজয়ী সু চি নীরব ছিলেন। তাই তাকে নিয়ে সারা বিশ্বে সমালোচনা চলছে। এর মধ্যে তিনি জাতির উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2x4dxhQ

September 14, 2017 at 08:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top