খোয়াই নদীতে নৌকা ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু,নিখোঁজ ০৫

সুরমা টাইমস ডেস্ক; হবিগঞ্জে খোয়াই নদীতে নৌকা ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন জন। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ৫ জন আহত হয়। এদের মধ্যে সাহেনা তালুকদার নামে এক মহিলাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতরা হলেন – সদর উপজেলার দৌলতপুর গ্রামের বিধবা রানী সরকার (৪৬), হরিপদ দাসের মেয়ে মুক্তারানী দাশ (৮) ও দিমবত আলীর স্ত্রী ফুলচান বিবি (৭০)।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মানিকুল স্থানীয়দের বরাতে বলেন, “শহরের চৌধুরী বাজার থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা সিমেন্টের ওপর ৩০ জন যাত্রী নিয়ে কাশিপুর যাচ্ছিল। অতিরিক্ত বোঝাই হওয়ায় নৌকা ডুবে যায়। দুর্ঘটনায় আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান। এছাড়া আরও পাঁচজন নিখোঁজ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

আহত পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকা থেকে একটি ইঞ্জিনের নৌকা ৩০ জন যাত্রী নিয়ে কাশিপুর যাওয়ার পথে খোয়াই নদীর লম্বাবাদ এলাকায় ডুবে যায়। এ সময় অনেকেই সাতারে পাড়ে উঠতে পারলেও বেশ কয়েকজন ডুবে যায়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2gPF2WS

September 08, 2017 at 01:31PM
08 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top