বাংলাদেশে দুই সপ্তাহে প্রায় ১ লাখ ৬৪ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ

সুুরমা টাইমস ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতা শুরু হওয়ার পর থেকে গত দুই সপ্তাহে প্রায় ১ লাখ ৬৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ সংখ্যা জানানো হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে এ বছরের ২৫শে আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৮৭ হাজার। সব মিলিয়ে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মিয়ানমার থেকে আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।

সাম্প্রতিক ক্লিয়ারেন্স অপারেশনের লক্ষ্যে রাখাইন রাজ্যে সেনা মোতায়েন শুরুর কয়েকদিনের মাথায় ২৪শে আগস্ট ২৪টি পুলিশ চেকপোস্টে ‘বিদ্রোহী রোহিঙ্গা’দের সমন্বিত হামলা এবং রাতভর সংঘর্ষে বিদ্রোহী-পুলিশ-সেনাসদস্য মিলে অন্তত ১০৪ জন নিহত হয়েছে বলে জানায় সেনাসূত্র। হামলার পর থেকে রোহিঙ্গাবিরোধী অভিযান জোরদার হয়। আর অভিযান জোরদারের পর বাংলাদেশের সীমান্তে জোরালো হয় রোহিঙ্গার-স্রোত।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2eSL20n

September 08, 2017 at 08:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top