গুরগাঁও, ১০ সেপ্টেম্বরঃ গুরুগাঁওয়ে রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে ছাত্র খুনের ঘটনায় অভিভাবকদের ক্ষোভ বাড়ছে। আজ সকালে স্কুলের পাশেই কয়েকটি মদের দোকানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে মোতায়ন বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।
দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃত ছাত্রের পরিবার। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে স্কুল খুলতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। ছাত্র খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন তারা। এই দাবিতে এদিন ৩ ঘণ্টার বেশি রাস্তা অবরোধ করে রাখেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
অভিযুক্ত বাস কন্ডাক্টর অশোক কুমারকে ৩ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। তার অপরাধমূলক কোনও রেকর্ড আছে কিনা পরীক্ষা করে দেখছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gTo5dO
September 10, 2017 at 02:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন