কলম্বো, ০২ সেপ্টেম্বর- টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করেছে বিরাটের দল। একদিনের ম্যাচের সিরিজেও আপাতত চারটির মধ্যে চারটি ম্যাচেই জিতেছে ভারত। এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই খুব খুশি রবি শাস্ত্রী। এরই মাঝে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির সম্পর্ক নিয়েও জানালেন চমকপ্রদ তথ্য। সম্প্রতি একটি সাক্ষাতকার দিতে গিয়ে রবি শাস্ত্রী বলেছেন, ওরা একে অপরকে দুজনই খুব সম্মান করে। বিরাট জানে, ওর প্রথম ক্যাপ্টেন ছিল ধোনি। আবার ধোনিও জানে, এখন ওর ক্যাপ্টেনের নাম বিরাট। ধোনি জানে, ক্রিকেটার হিসেবে, বিরাট কোহলি, কীভাবে পারফর্ম করেছে, তাঁর ক্যাপ্টেন্সিতে। আবার, বিরাটও জানে, ধোনি কেমন পারফর্ম করতে পারে তাঁর ক্যাপ্টেন্সিতে। খেলার মাঠে ওদের সম্পর্ক সত্যি শেখার মতো অন্যদের কাছে। আর/১০:১৪/০২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2eP5H1Z
September 03, 2017 at 05:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top