অটোয়া, ১১ সেপ্টেম্বর- অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বৃহত্তর টরেন্টো এলাকায় বসবাসরত বাংলাদেশীদের সুবিধার্থে আগামী ১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর ২০১৭ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কনসুলার সার্ভিস প্র্রদান করা হবে। স্থান: মিজান অডিটোরিয়াম 3000 Danforth Avenue, Unit 5 Toronto, ON, M4C 1M7 ১। মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি): উল্লেখিত দিনগুলোতে প্রতিদিন ৫০টি করে নতুন এমআরপি প্রদান করা সম্ভব হবে। উল্লেখ্য, এ লক্ষ্যে আবেদনকারীকে শরীরে নির্ধারিত সময়ে সেবাপ্রদান স্থলে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এজন্য আগ্রহী প্রার্থীগণকে আগামী ১১ সেপ্টেম্বর ২০১৭ (সোমবার) থেকে অফিসকালীন সময়ে টেলিফোন মারফত (৬১৩-২৩৬-০১৩৮/৯ এক্স: ২২১) বাংলাদেশ হাইকমিশনে নাম নিবন্ধনের জন্য অনুরোধ করা যাচ্ছে এবং এক্ষেত্রে প্রথম ১৫০ জনের নাম নিবন্ধন করা হবে। বিবন্ধনবিহীন কোন আবেদন গ্রহণ করা সম্ভব হবে না। ২। ডকুমেন্ট এটেস্টেশন (জরুরী) সংক্রান্ত সেবা উক্ত সময়েই প্রদান করা হবে এবং ডকুমেন্ট এটেস্টেশন (সাধারন), ড্রাইভিং লাইসেন্স সত্যায়ন ও এমআরপি নবায়ন সংক্রান্ত দলিলাদি গ্রহণ করা হবে, যা পরবর্তীতে ডাকযোগে সেবা গ্রহীতার নিকট যথাসময়ে ফেরৎ পাঠানো হবে। এ লক্ষ্যে নিজ ঠিকানা সম্বলিত এক্সপ্রেস খাম (কানাডা-পোস্ট) সংশ্লিষ্ট আবেদনের সাথে প্রদান করতে হবে। উল্লেখিত সেবাসমূহের জন্য নির্ধারিত ফি ও প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে (www.bdhcottawa.ca) পাওয়া যাবে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2w2rU7s
September 12, 2017 at 08:21AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন