চাঁপাইনবাবগঞ্জে ৬ তলা ভিতবিশিষ্ট ৩ তলা পুলিশ অফিসার্স মেস নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন ফলক উন্মোচনের মাধ্যমে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিঞা, সদর থানার অফিসার ইনচার্জ সাবের রেজা আহমেদ, অফিসার ইনচার্জ (তদন্ত) চৌধুরী জোবায়ের আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ রানাসহ অন্যান্যরা।
নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা জানান, ৩ তলা এই ভবনে ৪টি ভিআইপি কক্ষসহ মো ১২টি কক্ষ থাকবে। বাংলাদেশ সরকারের অর্থায়নে এই কাজ বাস্তবায়ন করছে চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগ। এই কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৮৪ হাজার ৯২০ টাকা। গত ৩১ আগস্ট থেকে শুরু হওয়া নির্মাণ কাজ চুক্তি অনুযায়ি ১৫ মাসের মধ্যে সম্পন্ন হবে। জেলা শহরের পুলিশ ফাঁড়ি চত্বরে এই ভবন নির্মাণ করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৯-১৭
নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা জানান, ৩ তলা এই ভবনে ৪টি ভিআইপি কক্ষসহ মো ১২টি কক্ষ থাকবে। বাংলাদেশ সরকারের অর্থায়নে এই কাজ বাস্তবায়ন করছে চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগ। এই কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৮৪ হাজার ৯২০ টাকা। গত ৩১ আগস্ট থেকে শুরু হওয়া নির্মাণ কাজ চুক্তি অনুযায়ি ১৫ মাসের মধ্যে সম্পন্ন হবে। জেলা শহরের পুলিশ ফাঁড়ি চত্বরে এই ভবন নির্মাণ করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৯-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2xFOCQs
September 28, 2017 at 12:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন