মুম্বাই, ০৮ সেপ্টেম্বর- সাইনার বায়োপিকে অভিনয় করার জন্য রীতিমতো কসরত শুরু করে দিয়েছেন শ্রদ্ধা কাপুর৷ সাইনা নিজের ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ারও করেছেন৷ সেখানে শ্রদ্ধাকে সাইনার সঙ্গে চুটিয়ে প্র্যাকটিস করতে দেখা গেছে৷ খেলোয়াড়দের নিয়ে ছবি তৈরি বলিউডে নতুন নয়৷ ক্রিকেট মহাতারকা সচিন তেন্ডুলকরের পর এবার ব্যাটমিন্টন নক্ষত্র সাইনা নেওয়ালকে নিয়ে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে হতে চলেছে বায়োপিক। সেই নিয়ে বহুদিন ধরে চর্চা চলছিল৷ সাইনার ভুমিকায় কে অভিনয় করছেন, তাও সিদ্ধান্ত হয়ে গিয়েছিল৷ সাইনার ভূমিকায় পর্দায় দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। হাসিনা পার্কার ছবিতে কুখ্যাত আর্ন্তজাতিক ডন দাউদের বোনের চরিত্রে শ্রদ্ধা কাপুরকে রুপোলি পর্দায় দেখতে চলেছে দর্শক। এই প্রথম এরকম নেগেটিভ রোলে দেখা যাবে শ্রদ্ধাকে। হাসিনা পার্কার ছবির শুটিং শেষ হতেই শ্রদ্ধা কাপুরকে সাইনা সঙ্গে দেখা গেল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। ছবিটি ইনস্টাগ্রামে আপলোড করেছেন সাইনা নিজেই। শোনা যাচ্ছে, এখন থেকে শ্রদ্ধা কাপুর সাইনার বায়োপিকের গ্রুমিং শুরু করে দিয়েছেন৷ সাইনার কাছে নিয়মিত অনুশীলনেও যাচ্ছেন তিনি। ছবিতেই বোঝা যাচ্ছে ছবির জন্য কোমর বেঁধে লেগে পড়েছেন শ্রদ্ধা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2eT9DC1
September 09, 2017 at 04:01AM
08 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top