দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে তামিম ইকবালকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দারুণ ফর্মে থাকা এই ক্রিকেটার প্রথম টেস্টে খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচের প্রথম দিন পেশীর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তামিম। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল সিরিজ শেষ করে পাকিস্তানে বিশ্ব একাদশের হয়ে খেলতে গিয়েছিলেন তামিম। এরপর দেশে ফিরে পারি জমান দক্ষিণ আফ্রিকার পথে। গত ২১ সেপ্টেম্বর শুরু হওয়া একমাত্র অনুশীলন ম্যাচে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তিন দিনের এই টেস্ট ম্যাচের ইনিংসের প্রথম বলে চার মেরে ব্যক্তিগত রানের খাতা খুলেন দেশসেরা ওপেনার তামিম। কিন্তু পঞ্চম ওভারে এক রান নিতে গিয়ে মাংসপেশিতে টান লাগে তামিমের। যার ফলে মাত্র ১৩ বল মোকাবেলা করা তামিম রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এরপর আর তাকে মাঠে দেখা যায়নি। প্রাথমিকভাবে ইনজুরি খুব গুরুতর না হলেও অপেক্ষা করতে হচ্ছে স্ক্যান রিপোর্টের জন্য। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ক্যান রিপোর্ট হাতে পাবে বাংলাদেশ। এরপরেই সিদ্ধান্ত নেয়া হবে প্রথম টেস্টের স্কোয়াডে তামিম থাকবেন কিনা! ইতোমধ্যে সাকিব আল হাসান আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে বিশ্রামে রেখেছেন। আর তামিম ইকবালকেও প্রথম টেস্টে না পেলে টাইগারদের জন্য হবে বড় ধাক্কা। তামিমের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েসের সাথে ওপেন করতে নেমেছেন লিটন কুমার দাস। প্রথম ইনিংসে এই ক্রিকেটার খুব বেশি সুবিধা করতে পারেননি। আউট হয়েছিলেন শূন্য রানে। আরএস/০৯:৫৩/২৩ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fHn0T3
September 23, 2017 at 06:37PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন