কাজ সেরে ফেরার পথে দূষ্কৃতীর হামলার শিকার যুবক

রায়গঞ্জ, ৩ সেপ্টেম্বরঃ মাঠে কাজ করে বাড়ি ফেরার সময় এক যুবককে হামলার শিকার হতে হয় একদল দূষ্কৃতীর। পেটে ছুড়ি মেরে পালিয়ে যায় ওই দূষ্কৃতীর দল। রায়গঞ্জ থানার রারিয়া গ্ৰামে কালি পুকুর এলাকায ঘটনা। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ। ওই যুবকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালের ভরতি করানো হয়। ওই যুবকের অবস্থার অবনতি হতে থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করেন রায়গঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অরুপ শেঠ। ওই যুবকের নাম নিরাপদ বর্মন(১৯)। তাঁর বাবা পেশায় কৃষক গোপেশ বর্মন বলেন, কেন এমন ঘটনা ঘটলো তা বুঝতে পারছি না। দূষ্কৃতীদের কঠোর শাস্তি চাই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ezemsy

September 03, 2017 at 01:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top