রাস্তার মাঝে হঠাত্ই ধেয়ে এল দাঁতাল!

লাটাগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ রাস্তার মাঝে হঠাত্ই বেরিয়ে পড়ল দাঁতাল। তা দেখে হুড়হুড়ি পড়ে যায় কৌতুহলী মানুষের। তবে এতে বেজায় চটে যায় হাতিটি। তেড়ে যায় ভিড়ের দিকে। গতকাল ঘটনাটি ঘটেছে জলপাগুড়ি জেলার গরুমারা ও চাপরামারি যাওয়ার রাজ্য সড়কে।

গতকাল বিকেল সাড়ে ৫টা নাগাদ হঠাত্ই রাস্তার মাঝে একটি হাতি এসে পড়ে। তা দেখে পথচলতি মানুষ ও গাড়ি থেমে যেতে থাকে। একদল কৌতুহলী যুবক হাতির কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করলে ক্যামেরার ঝলকানিতে হাতিটি রেগে গিয়ে সামনের দিকে ধেয়ে আসে। হাতির হাত থেকে বাঁচতে এদিক ওদিক দৌড়তে থাকেন অনেকে। যদিও এতে কারও কোনো ক্ষতি হয়নি। এরপর সেখানে আসেন জলপাইগুড়ি রেস্কিউ টিমের কর্ণধার স্বরূপ মণ্ডল সহ বেশ কয়েকজন। তাদের তত্পরতায় বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yf6e5h

September 16, 2017 at 03:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top