বিশ্বনাথে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহন বিষয়ক কর্মশালা

25.09.17-1বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: বিশ্বনাথে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব বিষয়ক দিনব্যাপী কর্মশালা সোমবার উপজেলা পরিষদের বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও সরকারের আর্থিক সহযোগিতায় এবং বাস্তবায়নে লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আয়োজনে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

উপজেলা গ্রাম আদালত কো অডিনেটর গীতা রানী মোদকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।

এসময় উপস্থিত ছিলেন ইউএনও অফিস সহায়ক সেলিনা আক্তার, রামপাশা ইউপি গ্রাম আদালত সহকারি আবদুল কাদির সুমন, লামাকাজি ইউপি মহিলা সদস্য সেবিকা নাথ, কাঞ্চন মালা, খাজাঞ্চী ইউপি মহিলা সদস্য রিতা রানী বৈদ্য, সালমা বেগম, অলংকারি ইউপি মহিলা সদস্য আছমা বেগম, রামপাশা ইউপি মহিলা সদস্য আছারুন নেছা, রুকশানা বেগম, মিনা বেগম, দৌলতপুর ইউপি মহিলা সদস্য শাহনারা বেগম, রাসনা বেগম, বিশ্বনাথ ইউপি মহিলা সদস্য লাকী বেগম, আছিয়া বেগম, করিমা বেগম, দেওকলস ইউপি মহিলা সদস্য চৌধুরী শারমিন রহমান, হামিদা বেগম, দশঘর ইউপি মহিলা সদস্য রুকশানা বেগম, সাবেক ইউপি মহিলা সদস্য দিলারা বেগম, জুৎসনা বেগম, শামিমা বেগম, নুরুন্নাহার ইয়াছমিন, নেহারা বেগম, বিশ্বনাথ ইউপি গ্রাম আদালতের সহকারি মাজহারুল ইসলাম, দেওকলস ইউপি গ্রাম আদালতের সহকারি রনজিৎ মালাকার, বিশ্বনাথ উপজেলা গ্রাম আদালতের সদস্য ও সাংবাদিক অসিত রঞ্জন দেব প্রমুখ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2wfMgq0

September 25, 2017 at 06:04PM
25 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top