পাটনা, ২ সেপ্টেম্বরঃ ইঁদুরের জন্যই বিহারে বন্যা হয়েছে। এমনটাই বলছেন বিহারের জলসম্পদমন্ত্রী রাজীবরঞ্জন সিং। বিহারে সাম্প্রতিক বন্যার পর পর্যালোচনা বৈঠকে মন্ত্রী বলেন, বাঁধগুলিতে বড়ো বড়ো গর্ত করে ফেলেছে ইঁদুররা। আর তার জন্য হু হু করে ঢুকেছে ভারী বৃষ্টিতে। নদীতীরের গ্রামগুলি এভাবে ভেসে গিয়েছে। গ্রামবাসীদের ঘাড়ে দায় চাপিয়ে মন্ত্রী বলেন, কমলা বালান নদীর কথাই ধরুন। নদীর তীর থেকে বাঁধ তো অনেকটাই দূরে। গ্রামবাসীরা বাঁধের উচুঁ জায়গায় বর্ষার সময় খাদ্যশস্য মজুত করে রাখছে। ইঁদুররা সেই খাবারের খোঁজে বাঁধে গর্ত করছে। আর তাতে বাঁধ কমজোরি হয়ে যাচ্ছে। ভারী বৃষ্টিতে জলের চাপে বাঁধ ভেঙে বন্যা হচ্ছে। প্রসঙ্গত বিহারে সাম্প্রতিক বন্যায় ৮৩০০ গ্রাম ভেসেছে। প্রায় ২ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wrAWtm
September 02, 2017 at 11:05AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন