বিশ্বনাথে ব্যবসায়ীর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা

industria-27-696x398বিশ্বনাথ ( সিলেট )  প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা সদরের পুরান বাজারস্থ নিউ ফারজানা জুয়েলার্সের স্বত্তাধীকারী ব্যবসায়ী তাজ উদ্দিন বাবুলের বিরুদ্ধে ৩০ লাখ ৩০ হাজার টাকার দুটি চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়েছে।

উপজেলার পাঠানচক গ্রামের মৃত দিলবর আলীর পুত্র সিরাজুল হক ওরফে আলা উদ্দিন ও নিজাম উদ্দিন বাদি হয়ে গত ১৭ সেপ্টেম্বর সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতের এই পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলা নং বিশ্বনাথ বিশ্বনাথ সি.আর-২৮১/২০১৭ ও ২৮৩/২০১৭।

দায়েরকৃত একটি মামলায় বাদি সিরাজুল হক ওরফে আলা উদ্দিন উল্লেখ করেন, পূর্ব পরিচয়ের সুবাদে চলতি বছরের ৩আগষ্ট বিবাদি তাজ উদ্দিন বাবুল কর্জ হিসেবে ও ফেরৎ প্রদানের শর্তে আলা উদ্দিনের কাছ থেকে ৩০ লাখ টাকা নেন এবং বিশ্বাস স্থাপনের জন্য পূবালী ব্যাংক বিশ্বনাথ শাখার নিজ নামীয় একাউন্টের একটি চেক প্রদান করেন। ঐ চেকে নিজে ৩০ লাখ টাকা লিখে স্বাক্ষর করেন বাবুল। কিন্ত গত ৬ আগষ্ট চেকটি ব্যাংকে উপস্থাপন করলে একাউন্টে কোন টাকা না থাকায় ডিজঅনার হয়। এরপর বিবাদীকে লিগ্যাল নোটিশ প্রদান করা হলেও নোটিশে উল্লেখিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় কিংবা কোন জবাব না দেওয়ায় এই মামলাটি দায়ের করেন বলে বাদি আদালতে দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন।

অপর মামলার এজাহারে বাদি নিজাম উদ্দিন উল্লেখ করেন তার নিকট তিনি একইভাবে ও একই তারিখে ৩০ হাজার টাকা গ্রহন করেছেন বিবাদী তাজ উদ্দিন বাবুল। বিবাদীকে লিগ্যাল নোটিশ প্রদান করা হলেও নোটিশে উল্লেখিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় কিংবা কোন জবাব না দেওয়ায় এই মামলাটি দায়ের করেন বলে বাদি আদালতে দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন।

এব্যাপারে অভিযুক্ত তাজ উদ্দিন বাবুল তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় দাবি করে বলেন, গত ২ আগষ্ট আমার ব্যাংক একাউন্টের চেক বহির পাতা হারিয়ে যায়। এরপর আমি ২২ আগষ্ট বিশ্বনাথ থানায় এব্যাপারে একটি সাধারণ ডায়েরী করি। এখন জানতে পেরেছি আলা উদ্দিন ও তার ভাই আমার চেকটি চুরি করেছে। এব্যাপারে তিনি আইনের আশ্রয় গ্রহন করবেন বলে জানান।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2fe7D45

September 22, 2017 at 12:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top