থমথমে কার্সিয়াংয়ে অনীত থাপার সভা

কার্সিয়াং, ৫ আগস্টঃ থমথম করছে কার্সিয়াং। ইতস্তত দোকানপাটও খুলেছে। মুখে আতঙ্কের ছাপ থাকলেও রাস্তায় বেরিয়েছে লোকজন। তবে, সবারই চিন্তা একটা—আর একটু বাদেই মিছিল করে এসে কার্সিয়াং স্টেশনের সামনে ভাষণ দেবেন বিনয় তামাংয়ের সঙ্গী মোর্চার তথাকথিত বিদ্রোহী নেতা অনীত থাপা। জানা গিয়েছে, অনীত গিদ্দাপাহাড়ের মন্দিরে পুজো দিয়েই সোজা চলে আসবেন জিরো পয়েন্টে। সেখান থেকেই মিছিল শুরু হবে। সারা শহর ঘুরে মিছিল শেষ হবে কার্সিয়াংয়ে টয়ট্রেনের স্টেশনের সামনে। সেখানে জনসভায় অনীত কী বলেন, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে কার্সিয়াং শহর সহ গোটা পাহাড়।

মঙ্গলবার সকালে কার্সিয়াংয়ে কোথাও মোর্চার নেতা-কর্মীদের কারও দেখা পাওয়া যায়নি। বিমলের ডাকা বন্ধ চললেও সুকনা থেকেই গোটা রাস্তায় দু-একটা দোকানপাট খুলেছে। কার্সিয়াং শহরের রাস্তায় টহল দিচ্ছে হুমায়ুন কবীরের নেতৃত্বে বিশাল বাহিনী। পুলিশ ছাড়াও রয়েছে স্ট্র্যাকো ফোর্স, কেন্দ্রীয় বাহিনী। কবীর জানালেন, শহরের মানুষ যদি দোকানবাজার খুলতে চান তবে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে সাহায্য করবে। তাঁদের নিরাপত্তার দায়িত্ব আমাদের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ezYr9J

September 05, 2017 at 11:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top