মন্ট্রিয়ল, ৩১ আগষ্ট- রবি-অনুরাগী মন্ট্রিয়লের উদ্যোগে গত ২৬ আগস্ট লাঁভোয়া স্কুল অডিটোরিয়ামে রবি প্রণাম অনুষ্ঠানে বিশ্ব কবি রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্বনামধন্য শিল্পীদের অংশ গ্রহণে গান, কবিতা, নৃত্যনাট্যসহ রকমারি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রবীন্দ্রনাথ রয়েছেন আপামর বাঙালির মনেন চিন্তায়, সুখে-দুঃখে, এমন কি মৃত্যুতে। শুধু কি বাঙালি! বর্তমান বিশ্বে মানবতা যেখানে বিপন্ন, সভ্যতার অস্বিত্ব যেখানে এক প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে,- সেখানেও তিনি আমাদের শান্তির আশ্বাস, জীবনের আকাঙ্খা, আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা। রবীন্দ্রনাথ কোন ইন্দ্রজাল নয়, যে চলার পথের সকল সংকট দুঃখ ত্রাতা। তিনি, রবীন্দ্রনাথ আমাদের বিপদে-সম্পদে চির বন্ধু চির নির্ভর চির শান্তি। দীনতা হতে অক্ষয় ধনে, সংশয় হতে সত্যসদনে, জড়তা হতে নবীন জীবনে- আমাদের যে উত্তরণ, তা তো নবজাগরণযুগপ্রভাতের রবির আলোতেই। সাহিত্য-সংস্কৃতির সকল শাখাকে রবীন্দ্রনাথ সমৃদ্ধ করেছেন একক প্রচেষ্টায়। মন্ট্রিয়লের শিল্পীরা সেই বিশাল রূপসাগরের কয়েকটি অরুপরতনে সাজিয়েছিলেন রবি প্রনাম নামের এবছরের অন্যতম সুন্দর নান্দনিক অনুষ্ঠানটি। অনুষ্ঠানের শুরুতেই রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পমাল্য অর্পণ করেন সর্বজন শ্রদ্ধেয় মহীয়সী শ্রীমতী মঞ্জুশ্রী রায় চৌধুরী, সহযোগিতায় ছিলেন রেবা দাস ও নীনা দেব। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম আলোকপাত করেন স্বাতী সেন। বেহালায় রবীন্দ্র সংগীত পরিবেশন করে দিব্যজ্যোতি ধর। তৃপ্তি দাসের পরিচালনায় ছোটদের গানে গানে রবি ঠাকুর আমরা সবাই রাজা অনুশ্রী দত্ত-এর কোরিওগ্রাফিতে সজনী সজনী রাধিকা লো: সম্মিলিত নৃত্যে ছিলো ভাবনা, ব্রিয়া, অহনা, স্বাগতা, অনুষ্কা, রামিয়া, ও পর্ণিকা। কবিতা আবৃতিতে ছিলেন শিবানী চক্রবর্ত্তী ও রিতীশ চক্রবর্ত্তী। দেখেছি তার কালো হরিন চোখ কথায় ও সুরে- ঝুমুর চক্রবর্তী, অনুজা দত্ত এবং শাহ মোহাম্মদ ফায়েক। একক নৃত্যে ছিলো সুদেষ্ণা হালদার এবং গানে ছিলেন তৃপ্তি দাস , শর্মীলা ধর, মিথিলা দাস, পাল্কী দাস, মুনমুন দেব, জয়ন্ত ভৌমিক, মধুমিতা ধর, সুজাতা দেব, সমীর দেব, সুমন কর, উমা রায়, মাধবী দাস ও সোনালী দত্ত। মন্ট্রিয়লের লোকজ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে অনুপ চৌধুরী মিঠুর পরিচালনায় কবিগুরুর বাউলাঙ্গের গানে ও যন্ত্রে অংশ গ্রহণ করেন দেবযানী চৌধুরী, সোমা চৌধুরী, অনিমেষ কর, শেলী দেব, আরিয়ান, পাভেল, রাসেল ও লিটন। মন্ট্রিয়লের খ্যাতিনামা নাট্য পরিচালক অম্লান দত্তের পরিচালনায় কথাকাব্য গ্রন্থের কবিতা পরিশোধ অবলম্বনে নৃত্যনাট্য শ্যামা মঞ্চায়িত হয়। নৃত্যনাট্যে অংশগ্রহণ করে ঐশি চৌধুরী, প্রভাকর কর্মকার, দেবযানী সরকার, নিলয় দত্ত, অরীন্ধম দেব, প্রিথা দে, দেবজ্যোতি ধর, প্রমিত ঘোষ, প্রিয়ঙ্করী ভট্টাচার্যী, ঋত্তিকা দাস, অনুশ্রী দত্ত, মোহিনী দত্ত, পৌলমী দেব, সুরঞ্জনা ভৌমিক, চন্দ্রিমা ধর এবং স্মিতা দে চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন শর্মীলা ধর ও মিথিলা দাস। বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অসাধারণ নান্দনিক অনুষ্ঠানটি ছিলো দেখার মতো। সূত্র: সিবিএনএ আর/০৭:১৪/০১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2enogJZ
September 01, 2017 at 02:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top