কুমিল্লায় খোলা বাজারের চালে আগ্রহ নেই ক্রেতাদের

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় ভোক্তা পর্যায়ে ওএমএস (খোলা বাজারে বিক্রি) চাল বিক্রি শুরু হয়েছে। রবিবার সারাদেশে চাল বিক্রি শুরু হলেও কুমিল্লায় সোমবার সকাল থেকে বিক্রি শুরু হয়েছে। কিন্তু তাতে সাড়া নেই ক্রেতাদের। কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ২০টি কেন্দ্রে চাল বিক্রি হচ্ছে। ৩০ টাকা দরে কেজিতে আতপ চাল জনপ্রতি ৫ কেজি করে বরাদ্দ রয়েছে। কিন্তু এ অঞ্চলে ভাতের জন্য আতপ চাল ব্যবহৃত না হওয়ায় বিক্রয় কেন্দ্রগুলোতে ক্রেতার সংখ্যা একেবারেই কম। বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায় ডিলাররা চাল নিয়ে বসে আছেন।

ক্রেতারা জানান, চালের মান ভালো নয়, তাছাড়া এ চাল ভাত হিসেবে খেতে তারা অভ্যস্ত নন। একই কথা জানান ডিলাররাও।

ডিলাররা জানান, আতপ চাল খেতে এই এলাকার মানুষ অভ্যস্ত নয়। সিদ্ধ চাল হলে সকাল থেকেই হুমড়ি খেয়ে পড়তো ক্রেতারা। এদিকে ওএমএস তালিকায় ১৭ টাকা কেজি দরে আটা দেয়ার কথা থাকলেও আটার বরাদ্দ নেই।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ফারুক হোসেন জানান, কুমিল্লায় প্রতি ডিলারকে ৫শ’ কেজি করে চাল দেয়া হয়েছে। যা আগামী ১ মাস সপ্তাহে ৬ দিন করে বিক্রি হবে।

এই এলাকার মানুষ আতপ চাল খেতে অভ্যস্ত নয় স্বীকার করে তিনি আরও বলেন, সরকার আতপ চাল বরাদ্দ দিয়েছে, এখানে আমাদের কী করার আছে। আটার বরাদ্দ নেই বলেও তিনি জানান।

The post কুমিল্লায় খোলা বাজারের চালে আগ্রহ নেই ক্রেতাদের appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2xKvOT1

September 18, 2017 at 02:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top