ঢাকা, ০১ সেপ্টেম্বর- দীর্ঘদিন পর বাংলা চলচ্চিত্রে সুবাতাস বইছে। অন্তত গেল মঙ্গলবার রাত সুপারস্টার অভিনেতা শাকিব খানের সঙ্গে চলচ্চিত্র পরিবারের দ্বন্দ্ব নিরসনের খবরে এমনটাই মনে করছেন অনেকে। এমন অবস্থায় চলচ্চিত্র পরিবারের বয়কট আর নিষিদ্ধের তালিকায় থাকা শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা আছেন স্বস্তিতে। তাহলে কি ফের নির্মাণে ফিরতে চলেছেন বসগিরি খ্যাত তরুণ নির্মাতা শামীম আহমেদ রনিও? এমন প্রশ্নই এখন রনির ফ্যানদের মুখে মুখে। কদিন ধরেই বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি অস্থির হয়ে ওঠেছিলো। চলচ্চিত্র পরিবারের মুহুর্মুহূ বয়কট, নিষিদ্ধের সিদ্ধান্তে হাপিয়ে উঠছিলেন ঢাকাই ছবির শিল্পী কলাকুশলী আর নির্মাতারা। বাধ্য হয়ে তাই নতুন সংগঠনেরই ইঙ্গিত দিচ্ছিলেন সুপারস্টার অভিনেতা শাকিব খান। কিন্তু নায়ক রাজ রাজ্জাকের বড় ছেলে ও চিত্রনায়ক বাপ্পারাজের হস্তক্ষেপে সব সমস্যার সমাধান হয়ে গেলো। এমন সমাধানে বাংলা চলচ্চিত্রের জন্য ফের সুদিন অপেক্ষা করছে বলে মনে করছেন চলচ্চিত্রপ্রেমীরা। চলচ্চিত্র পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিলো শাকিব খানের। দু দফায় তাকে বহিস্কারও করা হয়েছিলো এই সংগঠন থেকে। কিন্তু শেষ পর্যন্ত চিত্রনায়ক বাপ্পারাজের মধ্যস্থতায় চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুকের উত্তরার বাসায় এসেছিলেন শাকিব খান। সেখানে ঘরোয়া পরিবেশে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এখানেই বৈঠকে শাকিব তার ভুল বুঝতে পারার বিষয়টি স্বীকার করেন। ভবিষ্যতে সবার সঙ্গে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি দেন বলে জানা গেছে। দ্বন্দ্ব দূর হওয়ায় তাই আপাতত স্বস্তির নিশ্বাস ফেলছেন বয়কট ও বহিষ্কারের খড়গ যাদের মাথায় ঝুলছে। বিশেষ করে প্রশ্ন ওঠছে তরুণ নির্মাতা শামীম আহমেদ রনির বহিস্কারাদেশ নিয়ে। যিনি শাকিব খানের পক্ষে অবস্থান নিলে চলচ্চিত্র পরিবার তাকে নিষিদ্ধ করে। বাংলা চলচ্চিত্র পরিচালকদের বেকার বলায় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল ও তুমুল জনপ্রিয় অভিনেতা শাকিব খান, এরপর চিত্রনায়ক ফারুককে উদ্দেশ্য করে স্টুপিড বলায় ফের বহিস্কায় হন তিনি। অন্যদিকে শাকিবের উপর পূর্ব নিষেদাজ্ঞা থাকা সত্বেও সমিতির আদেশ না মেনে শাকিবকে নিয়ে রংবাজ শুরু করার দায়ে বহিষ্কার হয়েছিলেন বসগিরি খ্যাত তরুণ নির্মাতা শামিম আহমেদ রনি। পরবর্তীতে আলগমগীরের মধ্যস্থতায় শাকিবের উপর বহিস্কারাদেশ তুলে নিলেও রনির উপর শাস্তির খড়গ ঝুলে থাকে। বেশ কয়েকবার পরিচালক সমিতির কাছে আবেদন করেও কোনো ফল পাননি এই তরুণ নির্মাতা। শেষ পর্যন্ত ক্ষোভে সিনেমা ছেড়ে যাওয়ারই ঘোষণা দেন তিনি। তবে মঙ্গলবার শাকিব খানের সঙ্গে চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতিগুলোর সঙ্গে ঝামেলা চুকে যাওয়ায় নতুন করে আশাবাদী হয়ে ওঠেছেন নির্মাতা রনি। যদিও এ ব্যাপারে গণমাধ্যমে কিছু জানাননি তিনি। তবে শিগগির যে তিনিও নির্মাণে ফিরছেন, এটা একরকম নিশ্চিত! আর/০৭:১৪/০১ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gsL6Er
September 01, 2017 at 02:53PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন