মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: জাতীয় অধ্যাপক, ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্ঠা ব্রিগেডিয়ার (অব.) ডাঃ আবদুল মালিক বলেছেন, শিক্ষাই আলো, সেই শিক্ষা যেন হয় প্রকৃত শিক্ষা। তাহলেই জীবন আলোকিত হবে। শিক্ষার্থীদেরকে চিন্তা করে করে পরা লেখা ও নৈতিকতা শিখে ভবিষ্যৎ জীবনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, জীবনে সফলতা লাভ করতে হলে শরীর ও আত্মার প্রয়োজন। তাই শরীরকে সুস্থ রাখতে হবে। তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে। সন্তানরা যাথে খারাপ পথে না যায় এবং খারাপ লোকের সাথে সঙ্গ না দেয় সেদিকে অভিভাবকদের সচেতন থাকতে হবে। নৈতিকতা শিখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
তিনি শনিবার (২৩সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রেলওয়ে ষ্টেশন প্রাঙ্গনে ‘খাজাঞ্চী সমাজ কল্যাণ সংস্থা’ আয়োজিত এইচএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংস্থার সভাপতি আনছার মুহমুদ’র সভাপতিত্বে ও কবি মীম ছুফিয়ান’র সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচকের বক্তব্য রাখেন বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, আর্ক রিয়েল এস্টেট’র ব্যবস্থাপনা পরিচালন শিক্ষানুরাগী মুহাম্মদ মুনতাসির আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান পীর লিয়াকত হোসাইন ও নিজাম উদ্দিন সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংস্থার সদস্য হাফিজ আনছার মিয়া ও স্বাগত বক্তব্য রাখেন মাস্টার সুহেল মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তরুণ সামজকর্মী আখতার হোসেইন, বিশ্বনাথ উন্নয়ন সংগ্রাম পরিষদের যুগ্ম সম্পাদক এনামুল হক মামুন, সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন খালেদ আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, শিক্ষানুরাগী মাওলানা আব্দুল মতিন, বিশ্বনাথ মর্নিং স্টার একাডেমীর প্রিন্সিপাল অধ্যক্ষ সায়েফ আহমদ সায়েক, সমাজসেবক জসিম উদ্দিন জুনেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, সালিশ ব্যক্তিত্ব আফতাব আলী, সংগঠক রফিক আহমদ রাজু, মোস্তাক আহমদ মোস্তফা, জামাল আহমদ, খাজাঞ্চী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদস্য মাসুক মিয়া, আবুল বাশার, আফতাব মিয়া, জামাল আহমদ, আব্দুল কুদ্দুছ (কর্পোরাল), আব্দুল্লাহ আল মামুন, মাহবুব মিয়া, সাইফুল ইসলাম, আল আমিন, আব্দুল কুদ্দুছ মামুন, দুলাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংস্থার সদস্যরা এবং এবারের এইসএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ ১৫০জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2jVwFKy
September 23, 2017 at 09:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.