শাহপরান থানায় কমিউনিটি পুলিশিং সমাবেশ ও র‌্যালি

সুরমা টাইমস ডেস্ক : সিলেট মহানগরের শাহপরান (রহঃ) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ এর আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ৩টায় নগরের খাদিমপাড়ার সূচনা কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শাহপরাণ থানা কিমিউনিটি পুলিশিং এর সভাপতি মুজিবুর রহমান মানিক (বীর মুক্তিযোদ্ধা) সভাপতিত্বে এবং অফিসার ইনচার্জ আক্তার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। সভার পূর্বে জঙ্গীবাদ এবং মাদক বিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সূচনা কমিউনিটি সেন্টার হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিপোবন আবাসিক এলাকার রাস্তার মুখে গিয়ে শেষ হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) বাসুদেব বনিক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) ডা. তবারক হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিভূতি ভূষন ব্যানার্জী।

অনুষ্ঠানে এসএমপি সিলেটের সকল থানার সহকারী পুলিশ কমিশনার এবং অফিসার ইনচার্জসহ উপস্থিত ছিলেন খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আফছার উদ্দিন, টুলটিকর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, কান্দিরগাও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ব্যবসায়ী, সচেতন নাগরিক, সাংবাদিক, সর্বস্তরের জনসাধারন বৃন্দ। উক্ত অনুষ্ঠানে জনসাধারন ও জনপ্রতিনিধিগন, পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোলামেলা অলোচনা করে তাদের বক্তব্য উপস্থাপন করেন। তাছাড়া এলাকাবাসী টিলাগড় পয়েন্ট, মেজরটিলা সহ গুরুত্বপূর্ন মোড়ে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার অনুরোধ জানায়। এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধে সকলে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wViCKh

September 12, 2017 at 11:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top