বেঙ্গল সোফারিতে দেখা মিলতে পারে সাদা বাঘের

শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ এবারে বেঙ্গল সাফারিতে গিয়ে সাদা বাঘের দেখা মিলতে পারে। এজন্য কর্তৃপক্ষ উদ্যগী হয়েছে। এছাড়া, পুজোর আগেই এখানে হাতি সাফারি শুরু হচ্ছে। শুক্রবার পর্যটনমন্ত্রী গৌতম দেব এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। পর্যটন দপ্তর সূত্রে খবর, দীপাবলির আগেই এখানে হিমালয়ান ব্ল্যাক বিয়ার সাফারি শুরুর কথাও রয়েছে। পাশাপাশি পর্যটন ও বন দপ্তরের আশা, আগামী বছরের শুরুতেই এখানে লেপার্ড সাফারি চালু করে দেওয়া যাবে। এজন্য প্রায় দুই কিলোমিটার দীর্ঘ খাঁচা তৈরির কাজ শুরু হয়েছে। সেই খাঁচার ৯০০ মিটারের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।

পর্যটনমন্ত্রী বলেন, ‘বেঙ্গল সাফারি সম্পর্কে সবাই যাতে আরও বেশি করে জানতে পারেন তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শনার্থীরা যাতে এখানে আরও বেশি সংখ্যায় আসেন সেজন্য পদক্ষেপ করা হচ্ছে। গাজলডোবার ভোরের আলো প্রকল্প নিয়েও অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোরের আলো থেকে মংপং পর্যন্ত র‍্যাফটিং চালু করা হবে। ভোরের আলোর কাছাকাছি অর্কিড পার্ক তৈরি করা হবে। পিপিপি মডেলে পার্কটি তৈরি করা হবে। রসিক বিলের উন্নতিকরণ করা হবে। চিলাপাতায় বেশকিছু উন্নয়নমূলক কাজও করতে হবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2h8eyQm

September 16, 2017 at 04:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top