ঈদে মায়ের জন্য মাশরাফির উপহার ‘মর্তুজা কটেজ’

সুরমা টাইমস ডেস্ক:: এবারের ঈদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মাকে বাড়ি উপহার দিয়েছেন। মায়ের স্বপ্নপূরণে নির্মিত দোতলা বাড়ির নাম রাখা হয়েছে ‘মর্তুজা কটেজ’।

নিজ জন্মভূমি নড়াইলের মহিষখোলায় প্রায় তিন কাঠা জমির ওপর নির্মিত হয়েছে নতুন এই বাড়িটি।

এর আগে, পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ৩১ আগস্ট (বৃহস্পতিবার) ঢাকা থেকে নড়াইলে যান মাশরাফি। এবার নতুন বাড়িতেই ঈদ করছেন মাশরাফি ও তার পরিবার।

মাশরাফির মা হামিদা মর্তুজা বলাকা বলেন, ‘ছেলের দেওয়া নতুন বাড়ি পেয়ে আমি অনেক খুশি হয়েছি। এ এক অন্যরকম অনুভূতি। আর মাশরাফি যেন সারাজীবন ১৮ কোটি মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারে সে দোয়াই করি।’

প্রায় তিন কাঠা জমির ওপর নতুন দোতলা (ডুপ্লেক্স) বাড়ির প্রতিটি তলায় রয়েছে এক হাজার ২৫০ স্কয়ার ফিট জায়গা। বাড়ির দ্বিতীয় তলায় রয়েছে- একটা বড় রুমসহ চারটি বেডরুম। প্রতিটি বেডরুমের সঙ্গে বাথরুম ও বারান্দা। এছাড়া বড় একটি ব্যালকনি রয়েছে।

দোতলায় আরও আছে পারিবারিক কক্ষ (ফ্যামিলি লিভিং রুম) ও হালকা রান্না ঘর (ড্রাই কিচেন)। এই বাড়িটির নিচতলায় রয়েছে বড় হল রুম, ডাইনিং, রান্নাঘর, গেস্ট বেড রুম, কমন বাথরুম ও গাড়ি পার্কিং ব্যবস্থা। এদিকে, নতুন এই বাড়িতে ভক্তদের জন্য নিচতলায় থাকছে বড় হলরুম।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vzNShQ

September 02, 2017 at 08:57PM
02 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top