অভিবাসীদের নিরাপত্তায় কুসিকে ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ

নিজস্ব প্রতিবেদক ● অভিবাসীদের নিরাপত্তায় ওয়্যারবী নিরাপদ অভিবাসন তথ্য সহায়তা কেন্দ্র কুমিল্লার আয়োজনে ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে কুসিক মেয়র মনিরুল হক সাক্কু ও কুমিল্লার সকল ওয়ার্ড কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলরদের নিয়ে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ওয়্যারবী ডেভেলপম্যান্ট ফাউন্ডেশন চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক।

বক্তারা বলেন, আমাদের দেশের স্বল্পদক্ষ শ্রমীকরা বিশ্বের প্রায় ১৬২ দেশে কর্মরত আছে। এর মধ্য শতকরা ৫৫জনই মধ্যপ্রদেশে কর্মরত। নিন্ম এবং নিন্ম মধ্যবিত্ত হওয়ায় তারা দেশে বিদেশে বিভিন্ন সমস্যার মোকাবেলা করে থাকেন। তাদের অধিকার, নিরাপত্তা এবং বিদেশ যাওয়ার কারনে তাদের পরিবারের বিভিন্ন সমস্যার সমাধানের সহায়তায় সব সময় এগিয়ে আসবে ওয়্যারবী নিরাপদ অভিবাসন তথ্য সহায়তা কেন্দ্র।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুসিক মেয়র মনিরুল হক সাক্কু, সভাপতিত্ব করেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বরুয়া, বিশেষ অতিথি ছিলেন, ওয়্যারবী ডেভেলপম্যান্ট ফাউন্ডেশন মহাসচিব ফারুক আহমেদ, ও অভিবাসী অধিকার ফোরামের জেলা সভাপতি ডা.নুরুল আলম রতন, ওয়্যারবী ডেভেলপম্যান্ট ফাউন্ডেশন আদর্শ সদর কুমিল্লা সেন্টার ইন-চার্জ মো. জাফর উল্লাহ, ও কুমিল্লা সদর দক্ষিন সেন্টার ইন-চার্জ আতিকুর রহমান।

The post অভিবাসীদের নিরাপত্তায় কুসিকে ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2xFVi0G

September 28, 2017 at 11:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top