ঢাকা, ২৯ সেপ্টেম্বর- নতুন একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে টয়াকে। ও পরানের পাখি শিরোনামের গানটিতে তার বিপরীতে মডেল হয়েছেন অর্ণব দাস অন্তু। গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও পূজা। নতুন মিউজিক ভিডিও প্রসঙ্গে টয়া বলেন, গানটি নাচ নির্ভর। তাই আমি আর অন্তু ইচ্ছে মত নেচেছি গানটিতে। তিনি বলেন, এর আগে মমতাজের গাওয়া বন্ধু তুই লোকাল বাস গানটিতে যতটা আনন্দ পেয়েছি, এ গানটিতেও সে পরিমাণ আনন্দ পেয়েছি। দর্শকরা ভিডিও উপভোগ করবেন। বিএফডিসিতে সেট বানিয়ে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। নির্মাণ করেছে এসএস প্রোডাকশন। একই প্রোডাকশন হাউজের আরেকটি মিউজিক ভিডিওতে টয়াকে দেখা যাবে। কাজী শুভর গাওয়া এ গানের শিরোনাম মনটা তোমার প্রেমের পড়েছে ও সুন্দরী। এআর/১৯:২০/২৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xHHKSG
September 30, 2017 at 01:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top