লাকসামে বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে প্রতিরোধের ঘোষনা

লাকসাম প্রতিনিধি ● লাকসামে কাউন্সিল ছাড়া উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি ঘোষনা করায় নবগঠিত কমিটিকে প্রত্যাখ্যান করে প্রতিরোধের ঘোষনা দেয়া হয়েছে। মঙ্গলবার লাকসাম দৌলতগঞ্জ বাজারে বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষনা দেয়া হয়। বিক্ষোভ সমাবেশে নবগঠিত কমিটিকে ক্ষমতাসীনদের এজেন্ট হিসেবে পরিচিত লোকদের দিয়ে গঠিত এবং অবৈধ পকেট কমিটি আখ্যা দিয়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম তাজুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহআলম, উপজেলা যুব দলের সাধারন সম্পাদক বিশ্বতম সাহা বিশু, পৌরসভা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপি বিএনপি বর্তমান ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছে। কাউন্সিল ও তৃনমূলের নেতাকর্মীদের মতামত ছাড়াই ক্ষমতাসীনদের এজেন্ট হিসেবে পরিচিত লোকদের দিয়ে গঠিত পকেট কমিটি জাতীয়তাবাদী দলের সর্বস্তরের ত্যাগী নেতাকর্মীরা কোন ভাবেই মেনে নেবে না। এদের সাথে শহীদ জিয়ার হাতে গড়া বিএনপি নেতাকর্মীদের কোন সম্পর্ক নাই। ক্ষমতাসীন দলের এজেন্ট হিসেবে পরিচিত এ সমস্ত ব্যক্তিরা বিএনপি পরিচয় দিলে তাদেরকে প্রতিরোধ করা হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিনের নিকট কমিটি ঘোষনার ব্যাপারে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মোবাইল ফোনের লাইনটি কেটে তা বন্ধ করে দেন।

The post লাকসামে বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে প্রতিরোধের ঘোষনা appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2xjgBa8

September 19, 2017 at 06:14PM
19 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top