পরকিয়ার কারণে হত্যা; ৪০ দিন পর মরদেহ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক ● দাফনের ৪০ দিন পর আদালতের নির্দেশে মুরাদনগর উপজেলার ব্যবসায়ী সৈকত হোসেন রনির (৩১) মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সৈকত হোসেন রনি উপজেলার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামারগাঁউ গ্রামের মৃত. আবুল হাসেম সরকারের ছেলে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদা আক্তারের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের ১৭ আগস্ট ব্যবসায়ী সৈকত হোসেন রনিকে হত্যা করা হয়। হত্যার ২৪ দিন পর গত ১১ সেপ্টেম্বর রনির মা আয়শা খাতুন মরদেহ উত্তোলনপূর্বক ময়নাতদন্তের জন্য কুমিল্লার ৮নম্বর আমলি আদালতে আবেদন করেন। ১৩ সেপ্টেম্বর মরদেহ উত্তোলনপূর্বক ময়নাতদন্তের নির্দেশ দেন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিপ্লব দেবনাথ। আদালতের নির্দেশে দাফনের ৪০ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়।

মা আয়শা খাতুনের দাবি, রনি বাঙ্গরা বাজারে রড-সিমেন্ট ও হার্ডওয়ারের ব্যবসা করতো। ব্যবসায়ের সুবাদে দোকানে আসা-যাওয়ার এক পর্যায়ে একই গ্রামের শহীদ মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী সোহেল মিয়ার সঙ্গে বন্ধুত্ব হয় তার। বন্ধুত্বের খাতিরে সোহেল প্রায় রনির সঙ্গে বাড়িতে আসতো। বাড়িতে আসা-যাওয়ার সুযোগে রনির স্ত্রী সাজিয়া আক্তারের (২০) সঙ্গে পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে সোহেলের। বিষয়টি জানতে পেরে সোহেলকে বাড়িতে আসতে নিষেধ করে রনি। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৭ আগস্ট রাতে স্ত্রী সাজিয়া আক্তারের পরামর্শে রনিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে সোহেল।

মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন- বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল হুদাসহ রনির পরিবারের লোকজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ওসি মনোয়ার হোসেন চৌধুরী মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেন।

The post পরকিয়ার কারণে হত্যা; ৪০ দিন পর মরদেহ উত্তোলন appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2ysuZdD

September 27, 2017 at 07:55PM
27 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top