রূম্পা – আজাদ দুজন দুজনকে ভালোবাসে। এর মধ্যে হটাত রুম্পার বিয়ে ঠিক হয়ে যায়। আজাদ এর কিছু করার থাকেনা। দিশেহারা হয়ে পথে ঘুরতে থাকে। রাতে দেখা হয়ে যায় এক নিশিকন্যা নুরজাহান এর সাথে। নুরজাহান এর সাথে কথা বলে আজাদের মধ্যে একটা মানবিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। নুরজাহান কে নিয়ে বাসায় ফেরে আজাদ। শুরু হয় এক মনস্তাত্তিক যুদ্ধ । এর মধ্যে রূম্পা বিয়ের আসর থেকে পালিয়ে চলে আসে আজাদের বাসায়। মুখোমুখি হয় নুরজাহান এর। রূম্পা ভুল বোঝে আজাদ কে।
রুম্পার চরিত্রে শারমিন আঁখি , আজাদ এবং নুরজাহান চরিত্রে অভিনয় করেছে ইরফান সাজ্জাদ ও অপর্ণা ঘোষ । বদরুল আনাম সৌদ এর রচনা ও পরিচালনায় এভাবেই এগিয়ে গেছে প্রহর শেষে গল্পটি । এই ঈদ এ নাটক টি প্রচারিত হবে একটি বেসরকারি চ্যানেল এ।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2gwll6k
September 01, 2017 at 10:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.