বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলামের চোখে সফল অস্ত্রোপচার

হাবিবুর রহমান খান ● দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এর চোখ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অপারেশনের পরে বিকালে বাসায় নিয়ে যাওয়া হয়। ঢাকা থেকে ডাঃ মোসাক আহমেদ বৃহস্পতিবার ঝাউতলা মিডটাউন হাসপাতালে এ অস্ত্রোপচার করেন। দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম চোখে বিভিন্ন সমস্যায় ভুগতেছিলেন। খুব কম দেখতে পেতেন। সেটি নানা সময়ে তার চোখে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে।

তাই বৃহস্পতিবার দুপুরে অপারেশন করা হয়। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের পরামর্শক্রমে তিনি বাসায় পুর্নবিশ্রামে রয়েছেন। অস্ত্রোপচারসহ সার্বিক চিকিৎসা প্রক্রিয়া সরাসরি তত্ত্বাবধান করছেন তাঁর পুত্র ডাঃ রায়সুল ইসলাম ও দৈনিক বাংলার আলোড়নের সম্পাদক ও প্রকাশক ফারহানা শারমিন দ্বীবাসহ তার সন্তান ও স্ত্রী রফিকুল ইসলামকে সার্বক্ষণিক দেখভাল করছেন। রফিকুল ইসলাম সুস্থ আছেন এবং দ্রুত আরোগ্য লাভের জন্য কুমিল্লাবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

The post বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলামের চোখে সফল অস্ত্রোপচার appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2xWByt0

September 22, 2017 at 07:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top