কলকাতা, ২১ সেপ্টেম্বরঃ মহরমের জন্য একাদশীর দিন প্রতিমা বিসর্জন সংক্রান্ত রাজ্যের নির্দেশিকা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, দশমী থেকে প্রতিদিনই রাত ১২টা পর্যন্ত বিসর্জন করা যাবে। আজ হাইকোর্ট জানিয়েছে দশমীর দিনও হবে প্রতিমা বিসর্জন। প্রতিমা বিসর্জন ওবং তাজিয়ার সময় আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি, সিপি ও পুলিশ কমিশনারদের।
উল্লেখ্য, মহরমের দিন প্রতিমা বিসর্জন এড়াতে রাজ্য সরকার এক নির্দেশিকা জারি করেছিল। মহরমের দিন অনেক জায়গায়তেই রাতে তাজিয়া বের হয়। তাই দশমীর দিনও রাত ১০টা পর্যন্ত চলবে ভাসান। আজ রাজ্য সরকারের জারি করা এই নির্দেশিকা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xjTUAR
September 21, 2017 at 04:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন