জল্পনার অবসান হয়েছে বেশ কিছুদিন হল। বাহুবলী-র তুমুল সাফল্যের পরে শুধু দক্ষিণ ভারতেই নয়, সারা ভারত জুড়ে রয়েছে প্রভাসের ভক্তরা। তাই প্রভাসের পরবর্তী ছবি সাহো-তে তাঁর বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে, তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। তবে সবাইকে ছাপিয়ে প্রভাসের বিপরীতে যিনি জায়গা করে নিয়েছেন, তিনি হলেন শ্রদ্ধা কাপূর। বর্তমানে শ্রদ্ধা ও প্রভাস-সহ সাহো টিম হায়দরাবাদে শ্যুটিং-এ ব্যস্ত। সাহো ছবিতে অভিনয় করতে পেরে শ্রদ্ধা যে খুব খুশি, সেই কথা তিনি আগেই জানিয়েছিলেন। আর এ বার তো প্রভাস যা করলেন তাতে শ্রদ্ধা একেবারে আহ্লাদে আটখানা। শ্রদ্ধাকে আপ্যায়ন করতে তাঁকে একেবারে পঞ্চব্যঞ্জন খাওয়ালেন প্রভাস ও সাহো টিম। সেই পঞ্চব্যঞ্জনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রদ্ধা। দেখা যাচ্ছে, সেই মেনুতে রয়েছে প্রায় ১৮ থেকে ২০ রকমের পদ। প্রত্যেকটি পদই হায়দরাবাদের রান্না। আরএস/১০:১৪/১৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fkkx0M
September 14, 2017 at 07:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top